নাগরিক সেবাঃ
১। উন্নত পদ্ধতি মাছ ও চিংড়ি চাষ এবং অন্যান্য জলজ সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক লাগসই প্রযুক্তি সম্পর্কিত পরামর্শ প্রদান ।
২। মৎস্য চাষ বিষয়ক পুস্তক , পুস্থিকা , খামার পরিচালনার জন্য প্রশিক্ষণ সামগ্রি ,ম্যানুয়েল , বার্ষিক প্রতিবেদন ইত্যাদি বিতরণ ।
৩। মৎস্য খাদ্য আইন ২০১০ ও মৎস্য খাদ্য বিধিমালা ২০১১ বাস্তবায়ন ।
৪। মৎস্য হ্যাচরি আইন ২০১০ ও হ্যাচারি বিধিমালা ২০১১ বাস্তবায়ন ।
১৪.২ দাপ্তরিক সেবা
১। বিভিন্ন দপ্তরে মৎস্য বিষয়ক তথ্যাদি বিনিময় ।
২। পুরস্কার প্রদানে মনোনয়ন দান ও কমিটির সভায় যোগদান ।
৩। মোবাইল কোর্ট বাস্তবায়ন ।
৪। প্রশিক্ষণ
৫। ঋণ প্রাপ্তিতে সহায়তা
১৪.৩ অভ্যন্তরীন সেবা
১। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
১৪.৪ আওতাধীন অধিদপ্তর/দপ্তর. সংস্থা কর্তৃক সেবা
১। উপজেলার বিদ্যমান জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে কারিগরি পরামর্শ প্রদান করা,
২। ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মৎস্য প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা প্রদান করা :
৩। উপজেলার মৎস্য বিষয়ক সার্বিক তথ্যাদি সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহ করা;
৪। মৎস্য খাদ্য আইন’২০১০ ও মৎস্য খাদ্য বিধিমালা ‘২০১১ এর আওতায় মৎস্য খাদ্য উৎপাদনকারী/আমদানী কারক/বিপননকারী প্রতিষ্ঠান সমূহকে পরিদর্শন এবং মৎস্য খাদ্য নমুনা সংগ্রহ ও তা পরীক্ষাসহ আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা ।
৫। মাছ ও চিংড়িতে ফরমালিনসহ নিষিদ্ধ ষোঘিত অপদ্রব্য ব্যবহাররোধ এবং নিরাপদ মৎস্য খাদ্য সরবরাহে সহযোগিতা প্রদান ।
৬। মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় মৎস্য সপ্তাহ পালন, মৎস্য পুরস্কার প্রদান, অন্যান্য বিভাগের পুরস্কার প্রদান ও মনোনয়নে সহায়তা প্রদান এবং বিভিন্ন মেলা ও দিবসে অংশগ্রহণ ।
০৭।অধিদপ্তরাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রকল্প দলিলে বর্ণিত দায়িত্ব পালন করা ।
০৮। প্রাকৃতিক দুর্যোগকালীন সময় সার্বক্ষণিক মনিটরিং রুম খুলে মাঠ পর্যায়ে থেকে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা ও তা একিভূত করে জেলা মৎস্য অফিসে প্রেরণের ব্যবস্থা করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস